৬ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ| ১৯শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ| ২০শে শাবান, ১৪৪৬ হিজরি| ভোর ৫:৪০| বসন্তকাল|
শিরোনাম:
পাটগ্রামে হাট-বাজারের উন্নয়ন কাজের আলোচনা সভা অনুষ্ঠিত নান্দাইলে ক্লাইমেট স্মার্ট কৃষি প্রযুক্তি মেলার উদ্ভোধন  নান্দাইলে পিতৃপরিচয় ফিরে পেতে চান সন্তান রমজান  গফরগাঁওয়ে ইউএনওর বিরুদ্ধে ষড়যন্ত্র, প্রতিবাদে মানববন্ধন করেছে সরকারি কর্মকর্তা-কর্মচারীরা চাঁপাইনবাবগঞ্জে তিনদিনব্যাপি নারী উদ্যোক্তা মেলার উদ্বোধন মনোহরদীতে ব্যবসায়ীর বিবস্ত্র মরদেহ উদ্ধার পাইকগাছায় নাশকতা ও বিস্ফোরক মামলার আসামি গ্রেপ্তার ভৈরবে ৩ প্রতিষ্ঠানকে ৪ লক্ষ টাকা জরিমানা তিস্তা নদী রক্ষা আন্দোলন বাস্তবায়নের লক্ষ্যে পাটগ্রামে সুধী সমাবেশ অনুষ্ঠিত অসুস্থ যুবদল নেতার পাশে সরদার বকুল সাপোর্টার্স ফোরাম

পাকুন্দিয়াবাসীর দুঃখ পৌর সদরের প্রধান সড়ক

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, জুন ২২, ২০২৩,
  • 311 Time View

আছাদুজ্জামান খন্দকার, কিশোরগঞ্জ প্রতিনিধি:
কোথাও ছোট, কোথাও বড়, অসংখ্য গর্ত। বৃষ্টিতে পানি-কাদায় একাকার গর্তগুলা। দিন দিন এসব গর্ত গাড়ীর চাকার চাপে ভাঙতে ভাঙতে আরও বড় ও গভীর হচ্ছে। তাতে প্রতিনিয়তই উল্টে যাচ্ছে যানবাহন।

আহত হচ্ছে যাত্রী। কাদা-পানি মাড়িয়ে হেঁটে চলতে গিয়ে পিছলে পড়ে আহত হচ্ছে পথচারী। নষ্ট হচ্ছে পড়নের কাপড় ও জুতা। এমন দুঃখ, দুর্ভাগ ও ভোগান্তি নিয়েই চলাচল করছে হাজারো মানুষ। বিকল্প সড়ক না থাকায় তাদের এ দুঃখের যেন শেষ নেই।
এ চিত্র পাকুন্দিয়া-কিশোরগঞ্জ আঞ্চলিক মহাসড়কের পাকুন্দিয়া বাজার থেকে মৌসুমী সিনেমা হল পর্যন্ত। প্রায় এক কিলোমিটার সড়কটি পাকুন্দিয়া উপজলাসহ আশপাশের উপজেলার লক্ষাধিক মানুষের দুঃখ ও ভোগান্তির কেদ্রবিদু হয়ে দেখা দিয়েছে।

স্থানীয় লোকজন সড়কটি সংস্কারের জন্য বার বার দাবি জানালেও তা হচ্ছে না। এ সড়ক পৌরসভা এলাকার মধ্যে পড়লও তা সড়ক ও জনপথ (সওজ) বিভাগের অধীন। পাঁচ বছরেরও বেশি সময় ধর সড়কটি সংস্কার হচ্ছে না।
সরেজমিন ঘুরে দেখা যায়, পৌর শহরের পাকুন্দিয়া থানার সামনে থেকে মৌসুমী সিনেমা হল পর্যন্ত সড়কটি জুড়ে খানা-খন্দ। ইটের খোয়া, বালু ও পাথর সরে গিয়ে নষ্ট হওয়া গর্তে জমে আছে পানি।

এই এক কিলোমিটার সড়কে ছোট-বড় শতাধিক গর্ত। গর্তগুলো দেখ মনে হয় যেন ছোট-খাট জলাশয়। কিছু গর্ত দুই থেকে তিন ফুট পর্যন্ত গভীর।

ফলে যানবাহনগুলো চলছে ঝুঁকি নিয়ে। সড়কটির ডান ও বাম পাশে রয়েছে পাকুন্দিয়া থানা, উপজলা স্বাস্থ্য কমপ্লেক্স, উপজেলা পরিষদ, পাকুন্দিয়া সরকারি কলেজ, পাকুন্দিয়া সরকারি উচ্চ বিদ্যালয়, পাইলট বালিকা উচ বিদ্যালয়, মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়, মডেল মসজিদ, আদর্শ মহিলা ডিগ্রি কলেজ, উপজেলা সাব রেজিস্ট্রি অফিস ও বিদ্যুৎ অফিসসহ সরকারি-বেসরকারি অনেক প্রতিষ্ঠানের কার্যালয়।

এছাড়া এ পথে উপজেলার চরফরাদি, এগারসিন্দুর, বুরুদিয়া ইউনিয়নের লোকজন ছাড়াও পার্শ্ববর্তী কিশোরগঞ্জ সদর, করিমগঞ্জ, তাড়াইল ও নান্দাইল উপজলার লোকজন নিয়মিত চলাচল করেন।
পাকুন্দিয়া বাজারের ব্যবসায়ী দিদারুল ইসলাম নয়ন বলেন, ‘সড়কটি এখন পাকুন্দিয়াবাসীর দুঃখে পরিণত হয়েছে। খানা-খন্দে ভরা সড়কে বৃষ্টির পানি জমে একাকার হয়ে পড়েছে। কাদাপানি মাড়িয়ে জুতা পায়ে হেঁটে যাওয়া যায় না। গাড়ির চাপ কাদাপানি ছিটকে শত শত মানুষের জামা-কাপড় নষ্ট হচ্ছে। প্রতিদিন দুই থেকে তিনবার কাপড় পরিবর্তন করতে হয়।’

বাজারের ব্যবসায়ী আবুল কালাম আজাদ বলেন, ‘আগে সড়কটি ভাঙাচোরা থাকলেও চলাচল করা যেত। এখন এ সড়ক দিয়ে হাঁটাও যাচ্ছে না। এবারের বর্ষায় খানা-খন্দগুলা রুপ নিয়েছে বড় বড় গর্তে। গাড়ীর চাকার চাপে ভাঙতে ভাঙতে গর্তগুলা আরও গভীর ও প্রশস্ত হচ্ছে। সিএনজি, অটোরিক্সা, ইজিবাইক, রিক্সা, মোটরসাইকলসহ বিভিন যানবাহন প্রায়ই উল্টে যাচ্ছে। আহত হচ্ছে যাত্রী ও পথচারী।’

সদর ঈদগাহ মার্কেটের বিকাশ ব্যবসায়ী আব্দুল আহাদ লোহানী ডাবলু বলেন, ‘চার-পাঁচ বছর ধরে সড়কের এই অংশটুকু খুবই যন্ত্রনাদায়ক। প্রতিদিনই কোন না কোন দুর্ঘটনা ঘটছে। প্রায়ই গাড়ী উল্টে গিয়ে আহত হচ্ছে যাত্রীরা। প্রায় সময়ই আমরা দৌড়ে গিয়ে উল্টে যাওয়া গাড়ীকে ধাক্কা দিয়ে গর্ত থেকে উঠিয়ে দেই। আহত যাত্রীদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। সড়কটি দ্রুত মেরামত না করলে দুর্ভোগ আরও বেড়ে যাবে।’
অটোরিক্সা চালক পলাশ মিয়া বলেন, ‘এবারের বর্ষা শুরু হওয়ার পর থেকে ভাগান্তি আরও বেড়েছে। অল্প বৃষ্টিতেই গর্তসহ সড়কে পানি জমে যায়। এর ফলে কোনটা ছোট গর্ত আর কোনটা বড় গর্ত তা বুঝার উপায় থাকে না। ফলে গাড়ি উল্টে যায়। এতে গাড়িরও ক্ষতি হচ্ছে, যাত্রীরাও আহত হচ্ছে। আমরা এই সড়কটির দ্রুত মেরামতের জন্য কর্তৃপক্ষের কাছে জোর দাবি জানাচ্ছি।’

পাকুন্দিয়া পৌরসভার মেয়র মো. নজরুল ইসলাম আকন্দ বলেন, ‘এ সড়কটি সড়ক ও জনপথ বিভাগের। এই সড়ক পৌরসভার পক্ষ থেকে উন্নয়নমূলক কোন কাজ করার সুযোগ নেই। তবে সংস্কারের জন্য সড়ক ও জনপথ বিভাগের ইঞ্জিনিয়ার সাহবকে তাগিদ দেওয়া হচ্ছে। কেন যে তারা কাজটি করতে গড়িমসি করছে!’

এ বিষয়ে জানতে কিশোরগঞ্জ সড়ক ও জনপথ (সওজ) বিভাগের নির্বাহী প্রকৗশলী রীতেশ বড়ুয়াকে মুঠোফানে পাওয়া যায়নি ।

তবে উপ-সহকারি প্রকৌশলী রাকিবুল হাসান বলেন, ‘সড়কটি সংস্কারের জন্য একটি প্রকল্প হাতে নেওয়া হয়েছে। এ কাজের জন্য ঠিকাদারও নিয়োগ দেওয়া হয়েছে। বৃষ্টির জন্য কাজটি শুরু করা যাচ্ছে না। বৃষ্টি কমলেই অতি দ্রুত এ কাজ শুরু করা হবে।’

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরি অন্যান্য নিউজ