নিজস্ব প্রতিবেদক:
শিল্পমন্ত্রী অ্যাডভোকেট নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন বলেছেন, ‘উপজেলা প্রশাসনের প্রত্যেক কর্মকর্তাদের তাদের কাজের জবাবদিহিতা করতে হবে। আমি প্রতি মাসেই আপনাদের সঙ্গে বসে উন্নয়ন কাজগুলো সম্পর্কে আলোচনা করবো। মানুষের মৌলিক চাহিদাগুলোর উপর বেশি করে জোর দিতে হবে। বিশেষ করে দ্রব্যমূল্যের ব্যপারে মনিটরিং করে বাজার নিয়ন্ত্রণ করার ব্যবস্থা করতে হবে।’
আজ শনিবার (৩০ জানুয়ারী) দুপুরে মনোহরদী উপজেলা সম্মেলন কক্ষে উপজেলা পর্যায়ে কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন।
সভার শুরুতে দ্বিতীয়বারের মতো শিল্পমন্ত্রীর দায়িত্ব পাওয়ায় অ্যাডভোকেট নূরুল মজিদ মাহমুদ হুমায়ূনকে ফুল দিয়ে বরণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হাসিবা খানসহ উপজেলা প্রশাসনের কর্মকর্তারা।
উপজেলা নির্বাহী কর্মকর্তা হাসিবা খানের সভাপতিত্বে মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন মনোহরদী পৌরসভার মেয়র মোহাম্মদ আমিনুর রশিদ সুজন, সহকারী কমিশনার (ভূমি) মারুফ দস্তগীর, মনোহরদী উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান লায়ন এমএস ইকবাল আহমেদ, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কাশেম ভূঁইয়া, নরসিংদী জেলা পরিষদের সদস্য একেএম জহিরুল হক, ইসরাত জাহান তামান্নাসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ।
এসময় কর্মকর্তাগণ সরকারের গৃহীত বাস্তবায়নাধীন বিভিন্ন প্রকল্পের অগ্রগতি সম্পর্কে মন্ত্রীকে অবহিত করেন। সেই সাথে নতুন নতুন প্রকল্প হাতে নেওয়ার প্রস্তাব দেন।
শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন তাঁর বক্তব্যে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করায় উপজেলা প্রশাসনকে ধন্যবাদ জানান। এসময় তিনি বিভিন্ন প্রকল্পের চলমান কাজগুলো ঐক্যবদ্ধভাবে শেষ করার তাগিদ দেন।
পরে শিল্পমন্ত্রী মনোহরদী সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত শীতকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করেন।