১লা আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ| ১৬ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ| ১৩ই রবিউল আউয়াল, ১৪৪৬ হিজরি| রাত ২:৪৯| শরৎকাল|

ভৈরবের খাল খননে বাধা দেওয়ার প্রতিবাদে মানববন্ধন

Reporter Name
  • Update Time : শনিবার, সেপ্টেম্বর ২৩, ২০২৩,
  • 173 Time View

জ.ই পরশ, ভৈরব প্রতিনিধি:

কিশোরগঞ্জের ভৈরবে এলাকাবাসীর বাধার মুখে গোছামারা খাল খননের কাজ বন্ধ করা হয়েছে। স্থানীয় সরকারের খাল খনন প্রকল্পের আওতায় গোছামারা খাল খনন কাজে দুষ্কৃতকারীদের বাধা দেওয়ার অভিযোগে এনে মানববন্ধন করেছে গ্রামবাসী। আজ শনিবার বেলা সাড়ে ১১টায় গোছামারা স্টীল ব্রিজের ওপর এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এসময় মানববন্ধনে বক্তব্য রাখেন শিমুলকান্দি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোঃ বাবুল মিয়া, শিমুলকান্দি ইউনিয়ন ৩নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সোহরাব হোসেন, ৪নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি হাজী খুরশিদ আলম, সাধারণ সম্পাদক আহম্মেদ, ২নং ওয়ার্ড মেম্বার হেলাল মিয়া, ৩নং ওয়ার্ডের মেম্বার মো: শাহ আলম, ৪নং ওয়ার্ড মেম্বার মো: আলামিন প্রমুখ।

মানববন্ধনে বক্তারা বলেন, গোছামারা সরকারি খাল খননের কাজটি পায় মুমিনুল হক সেলিম। ওই খাল খননের কাজটি এক সপ্তাহ আগে শুরু করার পর থেকে শিমুলকান্দি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা জোবায়ের আলম দানিছ নিজে কাজের টেন্ডারে অংশ গ্রহণ করে কাজটি না পাওয়ায় বিএনপি ও কৃষকদের উস্কানি দিয়ে খনন কাজ বাধাগ্রস্থ করছে।

এ খালটি খনন হলে কৃষকের জমিতে সহজে সেচ কার্যক্রমের মাধ্যমে কৃষি জমিতে পানি দেয়াসহ নানাভাবে অপকৃত হবে। কিছু লোক সরকারি খাস জমি দখল করে রেখেছে, মুলত দখলকারীরাই কাজে বাধা প্রদান করছে। সরকারি খাল খনন কাজ যেন কোন বাধা ছাড়া চালিয়ে যেতে পারে সেজন্য গ্রামবাসীর পক্ষ থেকে সরকারের কাছে দাবি জানান।

উল্লেখ্য, সরকারি টেন্ডারের মাধ্যমে মেসার্স মুমিনুল হক এণ্ড হাসান কনস্ট্রাকশন নামে ঠিকাদারি প্রতিষ্ঠান স্থানীয় সরকারের খাল খনন প্রকল্পের কাজ পায়। এক সপ্তাহ আগে ওই খালের খনন কাজ শুরু করেন প্রতিষ্ঠানটি। এক্সকাভেটরের পরিবর্তে ড্রেজারে বালু উত্তোলন করায় ফুঁসে উঠে স্থানীয় কৃষক ও বিভিন্ন গ্রামের লোকজন।

এ ঘটনায় স্থানীয় গ্রামবাসী লোকজন পাল্টাপাল্টি অবস্থানে রয়েছে। স্থানীয় আওয়ামী লীগ ও গ্রামবাসীর একাংশ ড্রেজারে মাটি কাটার পক্ষে রয়েছে এবং অপরপক্ষটি এক্সকাভেটরে মাটি কাটার পক্ষে থাকলেও ড্রেজারে মাটি কাটার বিপক্ষে অবস্থা করছে।

এবিষয়ে অভিযুক্ত শিমুলকান্দি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোঃ জোবায়ের আলম দানিছ বলেন, আমি খাল কাটার পক্ষে আছি। সিডিউলে ড্রেজারে মাটি কাটার কোন নিয়ম নেই। ড্রেজারে বালু উত্তোলন করলে কৃষি জমি ক্ষতিগ্রস্থ হবে। এজন্য এলাকার কৃষক ও গ্রামবাসী সরকারের উপর মহলে লিখিত অভিযোগ করেছে। অভিযোগের ভিত্তিতে উপজেলা প্রকৌশলী কাজ বন্ধের জন্য নোটিশ করছে।

নোটিশের পরও ড্রেজারে বালু উত্তোলন বন্ধ হয়নি। আমিও জনগণের সাথে একমত সিডিউল মতো শুকনো মৌসুমে ভেকু এবং শ্রমিক দিয়ে যেন খাল খনন করা হয়।

ঠিকাদার মমিনুল হক সেলিম তিন টাকা ফুটে স্থানীয় সিন্ডিকেটের কাছে বালু বিক্রি করছে এবং সিন্ডিকেটের লোকজন ৮টাকা ফুটে বালু বিক্রি করছে। এলাকার মানুষের দাবি ড্রেজার দিয়ে মাটি কাটার বিপক্ষে, তারা ভেকু দিয়ে মাটি কাটার পক্ষে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরি অন্যান্য নিউজ