ত্রিশাল (ময়মনসিংহ) প্রতিনিধি:
বিএনপি-জামায়াতের ডাকা অবরোধের দ্বিতীয় দিনে ত্রিশালের রাজপথ দখলে রেখে শক্তির জানান দিল পৌর-মেয়র আনিছের অনুসারীরা। এসময় পাঁচ শতাধিক মোটরসাইকেল নিয়ে তারা উপজেলার বিভিন্ন সড়ক-মহাসড়কে শোডাউনের মাধ্যমে মহড়া দেন।
সোমবার (৬ নভেম্বর) বিকেলে ময়মনসিংহ-৭ (ত্রিশাল) আসনে নৌকার মনোনয়ন প্রত্যাশী পৌরমেয়র আলহাজ্ব এবিএম আনিসুজ্জামানের পক্ষে এ বিশাল মোটরসাইকেল শোডাউন হয়েছে।
এসময় ‘বিএনপি-জামায়াতের অবরোধ, সর্বক্ষেত্রে প্রতিরোধ’-এ স্লোগানে উপজেলার প্রায় ৪০ কিলোমিটার পথ শোডাউন করেন নেতাকর্মীরা। মোটর শোভাযাত্রাটি পৌরসভার সামনে থেকে শুরু হয়। পরে সেটি উপজেলার পৌরসড়ক হয়ে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ত্রিশাল অংশ প্রদক্ষিণ করে আবার পৌরসভার সামনে এসে শেষ হয়।
এসময় উপস্থিত ছিলেন ত্রিশাল উপজেলা মহিলা আওয়ামীলীগের সভাপতি জাহিদা ইয়াসমিন, সাধারণ সম্পাদক মাহফুজা আখন্দ, উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক মোজাম্মেল হক মিন্টু, সহ সভাপতি ফেরদৌস মুর্শেদ সোহান, উপজেলা শ্রমিকলীগের সভাপতি সুয়েল মাহমুদ সুমন, সাধারণ সম্পাদক মাজাহারুল ইসলাম সুমন, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি সাব্বির আহমেদ সানি, বঙ্গবন্ধু পরিষদের সভাপতি স্বপন মন্ডল, সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা সরকার, পৌর মৎস্যজীবী লীগের আহ্বায়ক সোহাগ আকন্দ, সদস্য সচিব পারভেজ, উপজেলা যুবলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক জিয়াউর রহমান জিয়া, যুব ও ক্রিড়া বিষয়ক সম্পাদক রোকনুজ্জামান রোকন প্রমূখ।
এছাড়াও আওয়ামী লীগ, যুবলীগ, শ্রমিকলীগ, ছাত্রলীগসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের অন্যান্য নেতাকর্মীরা অংশ নেন।