ঠাকুর গাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁও জেলার হরিপুর উপজেলার ৬ নং ভাতুরিয়া ইউনিয়নের টেংরিয়া গ্রামে ১১ই মে বৃহস্পতিবার ওয়ার্ড আওয়ামী লীগের উদ্যোগে সরকারের উন্নয়নের বার্তা নিয়ে উঠান বৈঠক করেন জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও ঠাকুরগাঁ দুই আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোঃ দবিরুল ইসলামের পুত্র মাজহারুল ইসলাম সুজন।
উক্ত উঠান বৈঠকে আওয়ামী লীগ সরকারের উন্নয়নের বার্তা নিয়ে আলোচনা করা হয়। উঠান বৈঠক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাজহারুল ইসলাম সুজন
বিশেষ্য অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এসএম এম আলমগীর ৬ নং ভাতুরিয়া ইউনিয়নের চেয়ারম্যান শাহজান সরকার ভাতুরিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুর রহিম ভাতুরিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন ইননাল আওয়ামী লীগ নেতা মামুন জেলা যুবলীগের সহসম্পাদক শরিফ উদ্দিন সরকার সহ স্থানীয় আওয়ামী লীগ নেতৃবৃন্দ
বক্তারা বলেন চলমান উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আওয়ামী লীগের কোন বিকল্প নেই বক্তারা আরো বলেন ঠাকুরগাঁও ২ আসনের মাজহারুল ইসলাম সুজনকে আগামীতে যেন নৌকা মার্কা মনোনয়ন দেওয়া হয়
সুজন বলেন আমাকে আগামীতে নৌকা মার্কার মনোনয়ন দিলে এই আসনটি মাননীয় প্রধানমন্ত্রীকে উপহার দেব।