জ.ই পরশ, ভৈরব প্রতিনিধি:
কিশোরগঞ্জের ভৈরব পৌর শহরের কমলপুর আমলাপাড়া রেলস্টেশন সংলগ্ন বট্টু মিয়ার পুকুরপাড় এলাকায় ছিনতাইকারীদের ছুরিকাঘাতে দুই যুবক আহত হয় ৷ জানায়ায় আজ বুধবার রাত ১টায় আরফা চাইনিজ রেস্টুরেন্টের পরিচালক সাকিব তার মামাতো ভাই হৃদয় ও ভাগ্নে শ্যামলকে নিয়ে জরুরি প্রয়োজনে রেলস্টেশনে আসে।
কাজ শেষে রাত ২টার সময় বাড়ি ফেরার পথে একদল ছিনতাইকারীর কবলে পরে তারা। এসময় তাদের সাথে থাকা মোবাইল ফোন ও টাকা পয়সা ছিনিয়ে নেয়ার উদ্দেশ্য এলোপাতাড়ি ছুরিকাঘাত করে ছিনতাইকারী সদস্যরা।
পরে সাকিবের চিৎকারে আশেপাশের মানুষজন ছুটে এলে জাকির নামে এক ছিনতাইকারী জনতার রোষানলে পড়ে এবং বাকিরা পালিয়ে যায়। পরে স্থানীয়রা আহত অবস্থায় সাকিব ও তার ভাগ্নে শ্যামলকে চিকিৎসার জন্য ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।
এব্যাপারে আহত সাকিবের বড় বোন আরফা চাইনিজ রেস্টুরেন্টে এর স্বত্বাধিকারী আওয়ামীলীগ নেত্রী মাহবুবা ইসলাম বলেন, বুধবার রাত ২টায় ছিনতাইকারীদের আঘাতের স্বীকার হয় আমার ছোটভাই সাকিব ও শ্যামল। উক্ত ঘটনায় আমি বাদী হয়ে ভৈরব থানায় মামলা দায়ের করবো।